পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যৌতুকের দায়ে নির্মম নির্যাতনের শিকার গৃহবধু মর্জিনা খাতুন। লিখিত অভিযোগে জানায় গত ২০০৮ সালে মাঝিপাড়া শালবাহান রোড এলাকার নুর ইসলামের ছেলে পেশায় একজন পল্লী পশুচিকিৎসক আলমিন (৩৮) সংগে পারিবারিক পছন্দে বিবাহ হয়। বিয়ের চার বছর তাদের সংসারে এক কন্যাসন্তান জন্ম হয়। বর্তমানে ওই কন্যা সন্তানের বয়স ১২ বছর। কন্যা সন্তানের জন্মের পর থেকে শ্বশুড়-শাশুড়ি সহ স্বামীর নানামুখী শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তখন আল আমিনের বাবা-মা আমাদের মারপিট করে বের দিলে আমি স্বামী সহ বাবার বাড়িতে একাধারে ১০ বছর অবস্থান করেন। এখানে থেকেই এইচএসসি ছাত্রী থাকাবস্থায় পর ইমলামি ফাউন্ডেশনে ৪ বছর। পরবর্তীতে প্রগেসিভ লাইফ ইন্যূরেন্স-এ ৩ বছর চাকুরি করি। এরমাঝে অনার্স ও মাস্টার্স পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করি। পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন হলে ব্র্যাকের আল্ট্রাপোর প্রোগ্রামে ঠাকুরগাঁও ৪ বছর চাকুরী করি। তখন চাকুরি সমস্ত টাকা আল আমিন নিয়ে নিত। কিন্তু হঠাৎ করে তার স্বামী আল আমিন তাকে চাকুরীতে থেকে অব্যাহতি নিতে বলেন। স্বামীর কথায় চাকুরি থেকে অব্যাহতি নিয়ে ২০২২ সালের মার্চ মাসে বাড়িতে আনেন। সুকৌশলে অর্থলোভী আলামিন তার পেনশন ও বেতনের টাকা হাতিয়ে নিয়ে বাড়ি-ঘর পাকাকরণ সহ একটি গরু খামার করেন। এরমাঝে মর্জিনা দ্বিতীয় সন্তানের মা হয়। কিন্তু দ্বিতীয় সন্তানটি পুত্র সন্তান না হওয়ায় তার উপর শশুর-শাশুড়িসহ স্বামীর মানসিক ও শারীরি নির্যাতন শুরু হয়। আল আমিনকে দ্বিতীয় বিবাহ দিবে বলে মর্জিনাকে হুমকি-ধুমকী দেন। একপর্যায়ে স্বামী আলআমিন তার বুকের উপর চেপে বসে নাকে তেল জাতীয় কিছু ওষুধ ঢেলে দিলে মানসিকভাবে পাগলপ্রায় হয়ে পড়ি। তখন স্বামী আল-আমিন বাবার বাড়িতে এনে রেখে যায় এবং প্রায় ৩ মাস কোন খোঁজ খবর রাখেনি। ইতোমধ্যে সদ্য জন্মদানকৃত কন্যা সন্তানটি শারিরীক অসুস্থ হলে তার চিকিৎসাপত্র করানো থেকে বিরত থাকে। নির্যাতিত মর্জিনার পরিবার তাকে এবং শিশুটিকে চিকৎসা করিয়ে কিছুটা সুস্থ করেন।
কিছুদিন পর কন্যা শিশুটি মারা যান। পরবর্তীতে স্বামী আল আমিন তাকে পুনরায় বাড়িতে নিয়ে যান। ইহার পর থেকে যৌতুকের ২ লক্ষ টাকা দাবি করে নির্যাতন শুরু করে। মর্জিনা বাপের বাড়ি থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে অসুস্থ শরীরে তার কানে ও গালে এবং মাথায় চর-থাপ্পড় মারে এবং মাথার চুল কেটে দেয়। এ বিষয়ে ভুক্তভোগী নারী বিচারের জন্য স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া বরাবরে গত ২০২৩ সালের ২৬ ডিসেম্বর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। এরপর এর মাঝে আলামিনের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে স্বামী- শ্বশুড়-শাশুড়ি ও দেবর সবাই মিলে মারপিট করে তাকে ১০/৬/২০২৪ তারিখে ঘর থেকে বের করে দেন। পরবর্তীতে উল্টো তার নামে জিনিসপত্র লুটের অভিযোগে এনে থানায় আবেদন করেন। ওই ঘটনায় পুলিশ তদন্ত করে মালামাল লুটের ঘটনার কোন সত্যতা পায়নি। বর্তমানে ভুক্তভোগী নারী ও তার কন্যা সন্তানসহ বাপের বাড়িতে অবস্থান করছে।
ভুক্তভোগী নির্যাতিত নারী মর্জিনা স্থানীয় ব্র্যাক অফিসে শালিশ মীমাংসার জন্য নির্যাতনের অভিযোগ করেন। কিন্তু আলা আমিন সেখানে সালিশ মীমাংসার জন্য সাড়া দেয়নি এবং ব্র্যাকের অভিযোগ তুলে নেওয়ার জন্য তার পরিবার ও তাকে স্বামী আল আমিন নানাভাবে হুমকী-ধুমকী দিচ্ছে জানান।
এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের সংগে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আমি তার কাছে কোন যৌতুক নেয়নি। আর নির্যাতন করেছি তাহলে মামলা করুক। সে আমার ব্যাপারে ব্র্যাকে অভিযোগ করেছে। এ বিষয়ে তাকেই জিজ্ঞাসা করেন।