ফুলতলার সিরাতুন্নবী (সঃ) মহিলা কওমী মাদ্রাসার মেঘলা খাতুন (১৪) কিশোরী ছাত্রী নামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী (আবাসিক) ও অভয়নগরের কামকুল গ্রামের আসলাম মোল্যার কন্যা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘলা খাতুন মাদ্রাসার ওয়াসরুমে হুকের সাথে গলায় ওড়ানার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করে তাকে দ্রুত ফুলতলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি ফজলুল করিম বলেন, মেঘলা খাতুন বৃহস্পতিবার বাড়ি যওয়ার জন্য ছুটি চায়। কিন্তু তার অভিভাবক না আসায় এবং তার খালা মাদ্রাসার হেদায়ার ছাত্রী জান্নাতুল মাওয়া রাজি না হওয়ায় তাকে ছুটি দেওয়া হয়নি। ফলে অভিমানে সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা। এ ব্যপারে ফুলতলা থানায় অপমৃত্যু মামলা (১৩) হয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।