পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারে চলছে শোকের মাতম। এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না তারা। চলছে দাফন কাপফনের প্রস্তুতি। এদিকে নিহতদের পরিবারে খোঁজ নিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া চিনিকলের সামনে বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হন। নিহত হন নিহতদের মধ্যে ৪ বন্ধু ও একজন চালক রয়েছেন। আহত হন আরো দুই বন্ধু। তাদেরকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা প্রাইভেট কার নিয়ে বেড়াতে বের হয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এদিকে স্বজনদেন আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে নিহদের লাশ গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিদের ভারি হয়ে ওঠে এলাকায়। এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।
এদিকে শুক্রবার সকালে নিহতদের বাড়ি ঈশ্বরদী উপজেলার আজমপুর গ্রামে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এ সময় তারা নিহতদের স্বজনদের গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকতে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
দাশিুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার বকুল সরদার বলেন, এর আগে প্রায় ৫ মাস আগে আমার ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলো। আবারও দুর্ঘটনায় ৫ জন নিহত হলো। আমরা নিহতদের পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগীতা করব। এবং আমরা সব সময় এসব পরিবারের পাশে থাকব।
ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান সুমির কুমার দাস নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন। এবং উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। নিহত পরিবারকে রাষ্ট্রিয় ভাবে এবং উপজেলা পরিষদ থেকে সহযোগীতা করা হবে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে একই ইউনিয়নের তিন বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের সাথে দুর্ঘটনায় প্রাণ হারান। সেই দুর্ঘটনার দাগ মুছতে না মুছতেই এবার প্রাণ হারালো পাঁচ বন্ধু।