পদ্মা সেতু নির্মিত হয়েছে কারো কাছে মাথা নত করে নয়।নিজের টাকা দিয়ে নির্মিত পদ্মা সেতু বাঙ্গালী জাতীর গর্বের সেতু।টাকা দিয়ে এর মূল্যায়ন করা যাবে না।দেশের সম্পদ বিক্রি করে জাতীর জনকের কন্যা ক্ষমতায় যেতে চায় না।পদ্মা সেতু নির্মানে দেশের জনগনের আর্থ সামাজিক উন্নয়নের দ্বার উম্মোচিত হয়েছে।আওয়ামী সরকার ২০০১ সালে পদ্মা সেতু নির্মানের জন্য মাওয়ায় কাজ শুরু করে। ক্ষমতায় আসতে না পারায় করা সম্ভব হলো না।টাকা দিয়ে এর মূল্যায়ন করা যাবে না।প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ বিাকলে মাওয়ায় পদ্মা সেতু নির্মান প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা আরো বলেন ,শেখ মুজিব বাঙ্গালী জাতীকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে।তিনি দেশকে একটি আত্মমর্যাদাশীল জাতী রাষ্ট্রহিসেবে গড়ে তুলেছিলেন।তিনি আরো বলেন গ্যাস বিক্রি করে ক্ষমতায় যেতে স্বীকার করেননি বলে ২০০১ সালে সরকার গঠন করতে পারেনি।।আমি বলেছি দেশের চাহিদা পূরণ করে রিজার্ভ থাকলে তারপর গ্যাস বিক্রি হবে।তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমার ভাগ্যে যা হবার তা হলো। জাতীর জনক দেশ বিক্রি করে ক্ষমতায় যেতে চায়নি। আমিও চাইনি। তাই সরকার গঠন করতে পারলাম না।২০০১ সালে ভিত্তি প্রস্তর করেও ক্ষমতায় আসতে না পারায় নির্মান কাজ করতে পারলাম না।প্রধান মন্ত্র্রী সমাবেশে পদ্মা সেতু নির্মানের সাথে জড়িত সকরকে ধন্যবাদ জানান। বিশেষ করে যারা জমি দান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।প্রধান মন্ত্রী বলেন এক ব্যক্তির পদে থাকার লোভের কারণে সেতু নির্মানের শুরুতে অর্থ ছাড়ে বিশ্বব্যাংক সরে যায়।এমডি পদের জন্য এত লালায়িত কেন তিনি প্রশ্ন রাখেন।আত্মসম্মান বিক্রি করে শর্ত মেনে টাকা নিতে হবে। আমি বললাম নিব ন্ া,আত্ম সম্মান বিক্রি করে শর্ত মেনে টাকা নেইনি।জনগণের টাকা দিয়ে সেতু নির্মানের পরিকল্পনা করা হলো। প্রধান মন্ত্রী আরো বলেন মুক্তিযুদ্বের চেতনায় স্বাধীন জাতী হিসেবে মাথা উঁচু করে চলবো।১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর দেশ এগুতে পারেনি।
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সেতু ভিাগের সিনিয়র সচিব মো: মঞ্জুর হোসেন।
সেতু মন্ত্রী বলেন বাঙ্গালী জাতীর সর্বশ্রেষ্ট অর্জন নিজের টাকায় পদ্মা সেতু নির্মান।জাতীর জনক শেখ মুজিবের কন্যা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সাহস দেখাতে পেরেছেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে সরে গেলেও স্বপ্নের পদ্মা সেতু আজ নির্মিত।এখন আর কাউকে পদ্মার পাড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়না।প্রধান মন্ত্রীর সাহস,দূরদর্শিতার কারণে পদ্মা সেতু নির্মান ক্জ শেষ হয়েছে। তিনি নির্দেশ দিয়েছিলেন এক মিনিটের জন্যও নির্মান কাজ বন্ধ রাখা যাবে না।ষড়যন্ত্র আর প্রাকৃতিক দূর্যোগকে মোকাবেলা করে নির্মান কাজ এগিয়ে গেছে।