ভোলার দৌলতখানে এইচএসসি এক পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেয়া পরীক্ষার্থীর নাম জোবায়ের রহমান জিতু। সে দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী। জিতু উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃধা বাড়ির জসিম মাস্টারের একমাত্র ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেয়া পরীক্ষা ভালো না হওয়ায় পরিবারের সাথে কথা কাটাকাটির জেরে অভিমান করে সে এ কান্ড ঘটায়। ওই বাড়ির আলাউদ্দিন মৃর্ধা জানায়, শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় জিতু খাবার খোঁজে। তার মা রান্না ঘর থেকে খাবার আনতে গেলে এই সুযোগে সে বোনের ওড়না নিয়ে ঘরের পাটাতনের উপরে গিয়ে গলায় ফাঁস দেয়। খাবার এনে তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। মূহুর্তেই এলাকায় হৃদয়বিদারক মর্মান্তিক এ ঘটনাটি ছড়িয়ে পড়লে তার পরিবারের ও হিতাকাক্সক্ষীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় তার সহপাঠী পরীক্ষার্থীরা এসে কান্নায় ভেঙ্গে পড়ে।