দুর্নীতির মহামারিতে আক্রান্ত আমাদের দেশ। একদম তৃণমূল স্তর থেকে সমাজের উচ্চস্তর পর্যন্ত দুর্নীতির বিস্তার ঘটেছে ক্যান্সারের ভয়াবহতায়। অনেক বছর ধরে ধীরে ধীরে দুর্নীতির বিষ ছড়িয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে। সমাজের শুভ মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। ব্রিটিশ আমলেও যে ঘুষ ছিল না এমন নয়। কিন্তু তখন সেটা ছিল নিন্দনীয়। সমাজের মূল্যবোধ এমন ছিল যে, ঘুষখোরের সঙ্গে কেউ আত্মীয়তা করতে চাইতো না। দুর্নীতিবাজের ঘরে কেউ ছেলে মেয়ে বিয়ে দিত না। এখন উল্টো। পাত্রের সকল যোগ্যতার চেয়ে বড় হয়ে দাঁড়ায় তার উপরি রোজগারের ক্ষমতা। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে দুর্নীতি। দুর্নীতি নামের বিশালকায় এক অক্টোপাসের রাহুগ্রাস দেশের সব অর্জন কিংবা সব ভালোকে গিলে খাচ্ছে। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আজ দুর্নীতি জাঁকিয়ে বসেছে। দুর্নীতি, অন্যায়, অপরাধ থেকে সমাজকে যাঁরা রক্ষা করবেন, তাঁরাই আজ সেসবকে প্রশ্রয় দিচ্ছেন। অর্থ বা ঘুষের বিনিময়ে অপরাধী, এমনকি খুনিরাও পার পেয়ে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও শত শত কোটি টাকা অবৈধ উপার্জনের অভিযোগ উঠছে। অভিযোগের সত্যতাও পাওয়া যাচ্ছে। এসব কর্মকর্তার অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছেন। এছাড়াও গণমাধ্যমে প্রতিদিনই দুর্নীতির অসংখ্য খবর আসছে। অনিয়ম-দুর্নীতি বন্ধে দেশে আইন রয়েছে, বিধি-বিধান রয়েছে, নীতিমালা রয়েছে, কিন্তু এরা কোনো কিছুরই তোয়াক্কা করছে না। কোনো উদ্যোগই কোনো কাজে আসছে না। দেশের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা দুদক কোনোভাবেই যেন এসব ক্ষমতাশালী দুর্নীতিবাজদের তাদের দুষ্কর্ম থেকে নিবৃত্ত করতে পারছে বলে মনে হয় না। কারণ তাই যদি সম্ভব হতো তাহলে এতদিনে দুর্নীতির হার কমে যাওয়ার কথা ছিল। ক্ষমতাশালী দুর্নীতিবাজদের কবলে এখন দেশের কোটি কোটি সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। একদিকে আইনের শাসনের ঘাটতি, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনের বিতর্কিত ধারা এবং তার অপব্যবহার বাংলাদেশে যেভাবে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছে। এবং জনপ্রশাসনের অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলেও তাঁদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বলা যায়, দুর্নীতিকে এমন হালকাভাবে নেওয়ার কারণেই প্রশাসনের আজ এমন দুর্গতি। তাই রাষ্ট্র ও জনগণের স্বার্থে জনপ্রশাসনের এমন সর্বগ্রাসী দুর্নীতির লাগাম টানতে হবে। এজন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্ষমতা আরো বাড়াতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা মেনে দুদকের নিজস্ব ক্যাডার সার্ভিস তৈরি করে একে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।