‘ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ বলেছেন, রাসেল ভাইপার সাপ কোনো আতংঙ্ক নয়। রাসেল ভাইপার সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে সচেতন হউন। সচেতনতাই কেবল সাপের উপদ্রব থেকে রক্সা পাওয়া সম্ভব। সাপ মাঠের ক্ষতিকর পোকা মাকড় ধ্বংস করে কৃষকের ফসল রক্ষা করে। এতে আতংঙ্কিত হওয়ার কিছুই নেই। তাই সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে তিনি সকলকে সচেতন হওয়ার উদাত্ত্ব আহবান জানান। তিনি বলেন, পদ্মা চরের কৃষকরা গামবুট বা হ্যান্ড গ্লোবস পড়ে খেয়ালের সাথে মাঠে কাজ করলে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ ছাড়া কেউ রাসেল ভাইপার সাপের দংশনের শিকার হলে ঝাড় ফুক না করে তাকে দ্রুত হাসপাতালে এনে সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। রাসেল ভাইপার সাপের উপদ্রবের ব্যাপারে তিনি জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ সহ সুশিল সমাজকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। তিনি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজকে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার কলা কৌশল সম্পর্কে গ্রাম অঞ্চলের কৃষকদের সচেতনতামূলক পরামর্শ দেওয়ার জন্যও আহবান জানান। একই সাথে উপজেলার কৃষকদের গ্রীনকার্ড করে দেওয়ারও ঘোষনা দেন প্রধান অতিথি’।
গত বৃহস্পতিবার বিকেলে (৪ জুলাই) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাল্টিপারপাস সম্মেলন কক্ষে আয়োজিত কৃষকদের মাঝে গামবুট বিতরন অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার আলী মোল্যা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল ওহাব, উপজেলা প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন খান, কৃষি অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও স্থানীয় সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমূখ।
সভাশেষে, প্রধান অতিথি উপজেলার প্রতি কৃষক পরিবারে এক জোড়া গামবুট ও একটি করে ছাতা সহ মোট ৫শ’ পরিবারের মাঝে ৫শ’ জোড়া গামবুট ও ৫শ’ ছাতা বিতরন করেন। এ সময় তিনি উপজেলার ইউপি চেয়ারম্যানদের মাঝে ফসলি মাঠের স্প্রে মেশিন ও আগাছা মারাই কীটনাশক ঔষধও বিতরন করেন। পরে নতুন ভবনে উপজেলা নির্বাহী অফিসারের স্থানান্তরীত কার্যালয়ের ফলক উন্মোচন করে শুভ উদ্ব্যোধন করেন জেলা প্রশাসক।
উল্লেখ্য, অত্র উপজেলায় রাসেল ভাইপার সাপ ২০১৬ সাল থেকে পাহাড়ী ঢলের পানির সাথে পদ্মা নদী দিয়ে ভেসে এসে বংশ বিস্তার করতে থাকে। সম্প্রতী পদ্মার চরাঞ্চল সহ উপজেলা জুড়ে এ সাপের বিস্তার রয়েছে। ওই সাপের দংশনে এ পর্যন্ত উপজেলার বেশ কয়েকজন কৃষক প্রাণ হারিয়েছে এবং অনেকে আহত হয়েছেন। তাই রাসেল ভাইপার সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে কৃষকদের মাঝে গামবুট বিতরন ও মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।