চারদিকে বেড়েই চলছে পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ঘরের ভিতরে পানি ঢুকে পরায় মানুষজন আশ্রয়ের খোঁজে ছুটছেন উঁচু স্থানের দিকে। ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু জায়গা পাওয়ার চেষ্টা সবার মাঝে। শুক্রবার দুপুরে গাইবান্ধার সাঘাটায় বন্যার কবলে পরা মানুষকে উঁচু বাঁধ ও সড়কে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে দেখা গেছে।
কবলিত বাড়িঘর ডুবে যাওয়া হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের আবদুল মান্নান বলেন, পরিবার নিয়ে খুব বিপাকে পড়েছি। ঘরের মাঝে প্রায় কোমড় পানি। বেড়া বালিকা বিদ্যালয়ের দুইদিন ধরে আশ্রয় নিয়েছি। একই কথা জানালেন, হলদিয়ার আবদুল মান্নান। তিনিও একটি স্কুলে পরিবার নিয়ে উঠেছেন। উঁচু সড়কের খোঁজে নৌকা নিয়ে বের হয়েছেন পরিবার গুলো। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর, বেড়া, গাড়ামারা, দীঘলকান্দি, পাতিলবাড়ি, গুয়াবাড়ি, কালুরপাড়া, কানাইপাড়া, কুমারপাড়া, জুমারবাড়ি ইউনিয়নের কাঠুর, থৈকরেরপাড়া, র্প্বূ আমদিরপাড়া, ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, খামার পবনতাইড়, সাঘাটা ইউনিয়নের হাটবাড়ি, গোবিন্দী, বাঁশহাটা, দক্ষিণ সাথালিয়া, হাসিলকান্দি, ভরতখালি ইউনিয়নের বরমতাইড়, বাশঁহাটা ও মন্সিরহাট সহ অন্তত ১৫ টির বেশি গ্রামে এখন থৈ থৈ করছে পানি। উপজেলার হলদিয়া ইউনিয়নের সব গ্রাম এখন পানির নিচে। হলদিয়া এলাকার প্রায় অর্ধেকাংশেরও বেশি গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গার খোঁজে ছুটছেন। ঘরের খাবার-কাপড় চোপর নিয়ে ছুটছেন উঁচু স্থানের দিকে। অনেকের ঘরে থাকা খাবার শেষের দিকে। খাবারের সংকটও দেখা দিয়েছে কবলিত এলাকায়। হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এ ইউনিয়নের কোন বাড়ি জেগে নেই। গ্রাম গুলোর সব ঘরবাড়ি পানিতে ডুবেছে। তবে সরকারি ভাবে যে ত্রাণ বরাদ্দ পাওয়া গেছে, তা দিয়ে কোন ভাবেই প্রায়োজন মিটবে না বলেও জানান তিনি।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, এ পর্যন্ত প্রায় ৬শতাধিক পরিবার ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কবলিত পরিবার গুলোর মাঝে বিতরণের জন্য ৪৪৫ প্যাকেট শুকনো খাবার ও ৫৫ মে: টন জিআরের চাল বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের কাজ চলছে।
গতকাল দুপুর ২টায় এ খবর লেখা পর্যন্ত সাঘাটায় যমুনা ও তিস্তামুখ পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, বন্যার পানি আসছে শুরু হয়েছে জেনে নৌকা নিয়ে কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। সার্বক্ষনিক খোঁজ খবর রাখছি। বন্যা কবলিতদের সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে।