পৃথিবীতে আসার পথটি স্বাভাবিক ছিল। কিন্তু নন্দীগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-মামা মারা যায় একই সঙ্গে। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় তিন দিনের শিশুটি। পরে তার পরিবার নাম রেখেছেন আরশি জান্নাত আশা। সেই শিশুর বয়স এখন ৯ দিন।
সরজমনিে শুক্রবার (৫ জুলাই) সকালে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ভাগ শিমলা গ্রামে গিয়ে দেখা গেল ৯ দিন বয়সে শিশু আরশি জান্নাত আশা নানার বাড়িতে সুস্থ রয়েছে।
জানা গেছে, গত ২৬ জুন বগুড়া হেলথ সিটি ক্লিনিকে সিজারের মাধ্যমে যুথি খাতুন কন্যাসন্তান জন্মগ্রহণ করে। পরে ২৯ জুন বগুড়া থেকে সিএনজি নিয়ে বাড়ি যাবার পথে নন্দীগ্রাম উপজেলার দলগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে গিয়ে প্রসূতি যূথী, তার মা ও ভাই গুরুতর আহত হন। নানির কোলে থাকা শিশুটি অক্ষত থাকে। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মারা যান। পরদিন সকালে প্রসূতির ছোট ভাই জিহাদও মারা যায়।
শিশুর নানা হেলাল উদ্দিন জানান, বর্তমানে শিশুটি সুস্থ আছে। আরশি জান্নাত আশা খাচ্ছে এবং সুন্দরভাবেই ঘুমাচ্ছে। যখনই খেতে চায়, শিশুদের জন্য যে দুধ আছে তাই খাওয়ানো হয়। শিশু আরশি জান্নাত আশাকে দেখতে প্রতিদিন আসছেন অনেকেই। তাকে পরিচর্যায় ব্যস্ত বড় মা (শিশুর বাবার বড় ভাইয়ের বৌ)। মানুষের সমাগমে ঘুম ভেঙে গেলে কোলে নিয়ে আদর করছিলেন তিনি। অনেকেই বলেছেন শিশুটির দায়িত্ব নেবেন। তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি জানান, অনেকেই অনেক কিছু বলে। দায়িত্ব নেবে বলা এক জিনিস আর নেওয়া আরেক জিনিস।
দত্তক নেওয়ার জন্য কেউ এসেছিল কি না জানতে চাইলে তিনি বলেন, কিন্তু আরশিকে দত্তক দেওয়ার সুযোগ নেই। তার বাবা আছেন। তারা দত্তক দিতে চান না। সেক্ষেত্রে তাকে দত্তক দেওয়া যাবে না। তারা জানিয়েছেন, বাবার বাড়ি ও নানার বাড়ি মিলেই আরশি জান্নাত আশা থাকবেন।