পায়রা জনকল্যাণ সোসাইটির উদ্যোগে গ্রামের ঝড়ে পড়া অসহায় ও দুঃস্থ পরিবারসহ ছিন্নমূল শিশুদের জন্য পি.জে.কে.এস নামের একটি স্কুলের উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় স্কুলের উদ্বোধণ করেছেন সংস্থার চেয়ারম্যান নাজমুল হুদা তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে প্রভাষক আবদুল হালিম হাওলাদার, সংস্থার সহ-সভাপতি মনির হোসেন, মোঃ মনিরুজ্জামান, সহ-সম্পাদক নাসির উদ্দিন, স্কুলের পরিচালক মিতু রানী সাহা উপস্থিত ছিলেন। সবশেষে ২৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ এবং স্থানীয় শতাধিক ব্যক্তির মাঝে গাছের চারা বিতরণ করা হয়।