ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রাজু মিয়া (২৮)।
শুক্রবার (৫ জুলাই) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া (২৮) বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর রহমানের ছেলে।
কয়েকজন গরু ব্যবসায়ী বাংলাদেশ সীমান্তের জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি জায়গায় গরু আনতে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ১৫২ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের সদস্য তাদের লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রাজু মিয়া মারা যান এবং অন্যরা পালিয়ে যান। নিহত রাজু মিয়ার মরদেহ ভারতীয় বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের বাষ্টিয়াডাঙ্গী থানা ওসি ফিরোজ কবীর।