ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়া হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)এর মাজার পরিচালনা আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.) এর মাজার পরিচালনা কমিটি গঠনকল্পে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান রুমা আক্তার,সহকারী কমিশনার ভূমি রবিউস সারোয়ার,মাজার পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী,গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন,ফান্দাউক ইউপি চেয়ারম্যান মো: ফারুকুজ্জামান ফারুক,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূইয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান মো: রুবেল মিয়া,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীসহ হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)এর সাবেক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো: আক্তার মিয়াকে সভাপতি,সাংবাদিক আকতার হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক,যুগ্ম সম্পাদক কাজী আলাউদ্দিন,যুগ্ম সম্পাদক সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য, সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম,কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আশিকুর রহমান সুমন ও মো: মন্টু মিয়া,আমির হোসেন মোল্লাকে সহ-কোষাধ্যক্ষ করে আংশিক শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ ্(রহ.)মাজার পরিচালনা কমিটি ঘোষনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূঁইয়া। সভায় মাজারের পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং গঠনতন্ত্র তৈরিসহ সার্বিক উন্নয়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।