নীলফামারীর সৈয়দপুরে কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৪ জুলাই এ উপলক্ষে সৈয়দপুর কৃষি অফিস চত্বরে কৃষি কর্মকর্তা আয়োজন করেন এক সভার। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী - ৪, আলহাজ্ব মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর- ই - আলম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারী মোঃ ফরিদ সরকারসহ অনেকে।
পরে প্রধান অতিথি শতাধিক কৃষকের হাতে উচ্চ ফলনশীল ধানের বীজ তুলে দেন।
এ সময় তিনি বলেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে থাকে। তাই তাদের প্রতি আমাদের সকলের শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। কৃষকরা যাতে ফসল উৎপাদনে কোন ক্ষতির সম্মুখিন না হয় সেদিকে কৃষি বিভাগকে নজর রাখার পরামর্শ দেন।