পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য,মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে সারাদেশের মতো পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছে। আষাঢ়ের বৃষ্টি উপক্ষো করে কর্মকর্তা-কর্মচারীরা চাটমোহরস্থ সমিতির প্রধান কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা করেছেন তারা। সমিতির প্রধান কার্যালয়সহ ৩টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিস,এরিয়া অফিস ও অভিযোগ কেন্দ্রে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এ কর্মবিরতিতে যোগ দিয়েছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন,এজিএম (এইচ আর) কুদরত-ই-ইলাহী,জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান,লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন,লাইনম্যান সাজেদুর রহমান,মিটার রিডার কাম ম্যাসেঞ্জার সাইফুল ইসলাম,লাইন টেকনিশিয়ান তারাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন,ডিজিএম (কারিগরি) সুহেল আক্তার,এজিএম (অর্থ) সিরাজুল ইসলাম,এজিএম (ওএন্ডএম) ইসরাফিল আলম মিলন,এজিএম (ওএন্ডএম) রউফুজ্জামান,এজিএম (ইএন্ডসি) সুফিয়া আমির,এজিএম (ওএন্ডএম) আলহাজ উদ্দিনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারী।