পাবনার চাটমোহরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগে থানা পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। আটককৃত যুবক উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা উত্তরপাড়া গ্রামের শাহ আলমের ছেলে সোহেল রানা (২৬)। বুধবার (৩ জুলাই) বিকেলে তাকে পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা নং ২।
মামলা সূত্রে জানা গেছে,গত সোমবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ছাইকোলা চর মধুপুর গ্রামের গোবিন্দ সরকারের স্ত্রী (১৯) নিজ বাড়িতে একা ছিলেন। তার স্বামী কাজের জন্য উল্লাপাড়া থাকেন। এ সুযোগে সোহেল রানা ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। তার চিৎকারে পাশের বাড়ি থেকে তার স্বজনরা এগিয়ে এলে সোহেল রানা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। তার স্বামী গোবিন্দ সরকার বাড়ি এলে মঙ্গলবার সোহের রানার বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা করা হয়। পুলিশ মামলার পর বুধবার সোহেল রানাকে গ্রেপ্তার করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান,ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত সোহেল রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।