কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৪ই জুলাই সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক সমীর বরন পাইক এর সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী।
এছারা অন্যন্যেদের মধ্যে বক্তব্য দেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান।
এছাড়াও উপস্থিতি ছিলেন কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,যুগ্ম সম্পাদক সিকদার সাইদুল ইসলাম,সাংবাদিক শেখ সুমন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে মোট ৬১টি পুরস্কার বিতরণ করা হয়।
এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কচুয়া কলেজ,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়,কচুয়া দাখিল মাদ্রাসা পুরস্কার পেয়েছে।এদিকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,চরসোনাকুর আলিম মাদ্রাসা ও কচুয়া কলেজ অধ্যক্ষ।
এদিন২০২৪ সালের এস,এস,সি ও সমমান পরিক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।