রংপুর জেলা আওয়ামী লীগের কর্মী সভা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে রংপুর টাউন হল মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, সংরক্ষিত নারী সংসদ সদস্য নাছিমা জামান ববি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড.আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ অন্যরা। এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা।