যমুনার নদীর পুর্বাংশে ভরতখালীর বরমতাইড় নামক স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে কৃষকের পাট, কাউন, পটল, করলা ও শাকসবজি ক্ষেত।
কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। অস্বাভাবিক ভাবে পানি বাড়ছে। সাঘাটা থানার পূর্ব পার্শ্বের পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভরতখালী ইউনিয়নের বরমতাইড় এলাকায় বাঁধ ভেঙে উত্তরউল্যা ও দক্ষিণউল্যা এলাকায় পানি ঢুকে নতুন নতুন এলাকায় ঢুকে পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল, খামার পবনতাইড়, হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর, বেড়া, গাড়ামারা, দীঘলকান্দি, পাতিলবাড়ী, গুয়াাবাডী, কালুরপাড়া, কানাইপাড়া, কুমারপাড়া এবং জুমারবাড়ী ইউনিয়নের কাঠুর, থৈকরের পাড়া ও পূর্ব আমদির পাড়া সহ কমপক্ষে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। হলদিয়া এলাকার বাসিন্দা আইয়ুব হোসেন জানান, হুট করে এক রাতের মধ্যে এত পানি হওয়ার বিষয়টি ভালোভাবে বুঝতেই পারেনি এ এলাকার লোকজন। অনেকে ঘরের জিনিসপত্র সরাতেই হিমশিম কাচ্ছেন বলে জানান তিনি। বন্যা প্রবণ এলাকায় যথাসাধ্য ত্রাণ পৌছাতে কাজ করার কথা জানালেন হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বন্যার পানিতে প্লাবিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান অঘোষিত ভাবে বন্ধ হয়ে গেছে। এসব এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। উপজেলার সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, সময় যতই বাড়ছে পানিবন্দি হয়ে পড়েছ এলাকার মানুষ। জরুরি ভাবে এসব এলাকায় বন্যার্ত খাদ্য ব্যবস্থা করার জন্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, বন্যার পানি আসছে শুরু হয়েছে জেনে নৌকা যোগে বন্যা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।