কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু সহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৬ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে শহর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, রেজাউল করিম জান্টু, রফিকুল ইসলাম বুলেন, রিয়াদ মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, যুবদল নেতা আতাউল গণি পলাশ, আপেল মাহমুদ প্রমূখ।
উল্লেখ্য বুধবার নাটোরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে আহত করে যুবলীগের নেতাকর্মীরা। পরে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশেও হামলা চালিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৭ জন বিএনপি নেতাকর্মী আহত করে দুর্বৃত্তরা।