রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে গতকাল বৃহস্পিতবার দিনব্যাপী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক’’ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী বলেন, গবেষণায় দেখা গেছে, পাটশাক ক্যান্সার প্রতিরোধকারী, পলিথিন আসায় পাটের বিপর্যয় ঘটে। দেশে বে সরকারী ভাবে ২৫০ শতাধিক পাট কল রয়েছে। পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা হলে দেশের পরিবেশ মাটির স্বাস্থ্যসহ অর্থনৈতিক অবদান রাখতে পারে।
পাটের সাথে মাটির সম্পর্ক নিবিড়। পাট মাটিকে জৈবসার দেয়। জৈবসার কিন্তু মাটির প্রাণ। জমিতে কম পক্ষে ৫ভাগ জৈবসার থাকতে হয়। ৫ভাগ জৈবসার না থাকলে জমি মরুভূমিতে পরিনত হতে পারে। আমাদের দেশের কোন কোন জমিতে জৈবসার রয়েছে মাত্র ১ ভাগ। প্রতি বছরে আমাদের প্রায় ৫ হাজার মেঃ টন পাট বীজ প্রয়োজন হয়। ৭৯ থেকে ৮০ ভাগ বীজ ভারত থেকে যে কোনভাবে চলে আসে। তা দিয়ে আমাদের চাহিদা পুরন হয়। পাট বীজ উৎপাদন ও পাট চাষ করা না হলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে। এজন্য পাটবীজ উৎপাদন করা হলে ভারত থেকে আর বীজ আনতে হবেনা। ৫/৬ বছর আগে পাটের মন ৫ থেকে ৬ হাজার টাকা ছিল।
প্রশিক্ষণে পাট ও বস্ত্রমন্ত্রণালয়ের উপ-সচিব জিল্লুর রহমান ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাট গবেষণা ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নিসার আব্দুল্লাহ, জেলা পাট কর্মকর্তা একেএম মাহবুবুল আলম এবং উপজেলা পাট কর্মকর্তা চায়না খাতুন বক্তব্য দেন। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ত্বকি ফয়সাল তালুকদার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।