কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্ম মৃত্যুর শতভাগ নিবন্ধন বাস্তবায়নের লক্ষে এক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী, সহকারী কমিশনার ভূমি তামারা তাসবিহা, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা প্রকৌশলী অন্তু বল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুন নাহার, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংবাদিক রফিকুল হায়দার টিটু প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর ও ইউনিয়ন পরিষদের সচিব ও জন্ম মৃত্যু নিবন্ধন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রামপুুলিশবৃন্দ। ২০০৭ সালে প্রথম সর্বজনীন জন্ম মৃত্যু নিবন্ধন করা হয়। পরে ২০১২ সালে অনলাইনে অর্ন্তভূক্ত করার সময় প্রচুর ভুলভান্তি হয়। সম্প্রতি বাংলা ও ইংরেজীতে আনলাইনের ক্ষেত্রে পূর্বের ভুলভান্তির কারণে জটিলতার সৃষ্টি হচ্ছে। এসব জটিলতা নিরসন করে ২০২৪ সালের মধ্যে শতভাগ জন্ম মৃত্যুর নিবন্ধন বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিষদ আলোচনা এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।