গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে পানি বৃদ্ধি অব্যাহৃত থাকায় উপজেলার ৬ ইউনিয়নের নদী তীরবর্তী নতুন নতুন এলাকায় বন্যার পানি ঢুকে পড়ছে। পানিবন্দি হয়ে পড়েছেন ৪ হাজার ৯’শ পরিবারের প্রায় ২৫ হাজার মানুষ।
গত ৮ দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। এতে করে হরিপুর, কাপাসিয়া, বেলকা, তারাপুর, শ্রীপুর ও কঞ্চিবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নতুন নতুন এলাকাগুলোতে বন্যার পানি ঢুকে পড়ছে। পানিবন্দি হয়ে পড়েছেন ওইসব ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ।
ইতোমধ্যে গণ উন্নয়ন কেন্দ্র নামের এনজিওটি বন্যার সহনশীল প্রকল্পের আওতায় এ্যাকশন গ্রুপের সদস্যরা কমিউনিটি পর্যায়ে ভয়াভহ বন্যা আশার আশঙ্কায় মাইকিং করে সর্তকবার্তা প্রচার করছেন। পানিবন্দি মানুষদের বিভিন্ন নিরাপদ স্থানে স্থানান্তরে সহায়তা করছেন।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, তার ইউনিয়নে কোন স্থান নেই যেখানে বন্যাত্বদের ঠাই দেয়া যাবে। ইউনিয়নটির ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডেই বন্যার পানি ঢুকে পড়েছে। এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি। পানিবন্দি হয়ে পড়েছেন ৭ সহ¯্রাধিক মানুষ। নৌকা ও ভেলা ব্যবহার ছাড়া তারা ঘর থেকে বেড় হতে পারছেন না। পানিবন্দি মানুষজনের দূভোগ দেখারমত নয়। জরুরি ভাবে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা প্রয়োজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, এপর্যন্ত দূর্গতদের মাঝে বিতরণের জন্য ৫ মেট্রিক টন চাল ও ৪’শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। চেয়ারম্যানদের তথ্যের ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পত্র পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, আমরা বন্যাত্বদের মাঝে বিতরণের জন্য পর্যাপ্ত ত্রাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। আাশা করছি আমরা যতদ্রুত সম্ভব তাদের মাঝে চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করতে সক্ষম হবো। উপজেলা প্রশাসনের তরফ থেকে বন্যা দূর্গত এলাকায় বিতরণের জন্য চিড়া গুড় ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণের চেষ্টা করছি।