ভোলার দৌলতখানে জমাজমির বিরোধ থাকায় চার সন্তানের জননীকে কবর দিল বসত ঘরে। এমন চাঞ্চল্যকর অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ননের পশ্চিম জয়নগর গ্রামের আজিমদ্দিনের চরফ্যাশন ভোলা মহাসড়ক সংলগ্ন সর্দার বাড়িতে। এ ঘটনায় এলাকাবাসী দারুণ ক্ষোভ জানিয়েছে। কবরটি একনজর দেখার জন্য এলাকাবাসী ওই বাড়িতে ভীর করছে। সরেজমিন সর্দার বাড়িতে গেলে চার সন্তানের জননী মৃত জবেদার ছেলে আজিজ জানায়, বাড়িতে চাচা খোরশেদ আলমের সাথে জমাজমির দ্বন্দ্ব দীর্ঘদিনের। চাচা ও চাচাতো ভাই রফিক মিলে আমাদের বসত ভিটা ও বাড়ির জমি দখলের চেষ্টা করে আসছে। রফিক ঢাকায় থাকে। আমার বাবা আবদুর রশিদ মারা গেলে জমাজমির বিরোধে তাকেও পারিবারিক কবরস্থানে মাটি দিতে দেয়নি তারা। তাকে বসত ঘরের পেছনে কবর দেয়া হয়। গত মঙ্গলবার সন্ধ্যার পর আমার অসুস্থ মা ৮৫ বছর বয়সে বাড়িতে মারা গেলে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করতে বাধা দেয় চাচা ও তার ছেলে রফিকের স্ত্রী তাসনুর। এঘটনা এলাকায় ছড়িয়ে পরলে হানিফ মেম্বার ও এলাকাবাসী এসে পরদিন সকাল নয়টায় মাকে ঘরের ভিতর দাফনের ব্যবস্থা করে কবর দেয়। স্থানীয় সাদেক সর্দার ও মাকসুদ বেপারি জানায়, খোরশেদ সর্দার জবেদার স্বামীর রেখে যাওয়া বাড়ির বসত ভিটার জমি দখলের জন্য তাকে পারিবারিক কবরস্থানেও কবর দিতে দেয়নি।
এব্যাপারে খোরশেদ সর্দার সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। রফিকের স্ত্রী তাসনুর জানায় আমার দ্বিতলা ভবনের নতুন ছাঁদ ঢালাইর নির্নাণ কাজ চলছে। এলাকাবাসী মিলে আমার কথা না শুনে আমার ঘরের সামনে তাদের বসত ভিটায় কবর দিয়েছে। বৃহস্পতিবার ওই বাড়িতে দেখা যায় এলাকাবাসী কবরস্থান ঘিরে ইট বালি সিমেন্ট এনে সেচ্ছাসেবী হিসেবে কবরটি সংরক্ষণের কাজ করছে।