নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নবাসির জন্য এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৪ জুলাই এ উপলক্ষে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক সভার আয়োজন ছিল। ওই সভার প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেন। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজাদা সরকার।
তিনি বলেন, ইউনিয়নের ২৩ ও ২৪ অর্থ বছরের উন্নয়ন তহবিলের অর্থ থেকে ওই এ্যাম্বুলেন্স ক্রয় করা হয়। কারণ প্রতি বছর আমার ইউনিয়নে এ্যাম্বুলেন্স সেবা না পেয়ে অনেক গর্ভবতী মা ও বোনরা সঠিক সময়ে হাসপাতালে যেতে পারেন না। ফলে চিকিৎসা সেবা সময় মত না পেয়ে অনেকের প্রানহানি ঘটে। তাই ইউনিয়নবাসি যাতে যে কোন সময়ে এ্যাম্বুলেন্স সেবা পায় এজন্য পরিষদের সকলের সাথে সভা করে এ্যাম্বুলেন্স ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বক্তব্য বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকীসহ অনেকে।