নীলফামারীর সৈয়দপুরে পঁচা নালার ওপর ব্রীজ না থাকায় চরম দুর্ভোগে থাকতে হত ওই এলাকার বাসিন্দাদের। নালার উভয় পাশে প্রায় কয়েক শতাধিক লোকের বসবাস। শীতকালে যখন নালায় পানি থাকে না তখন ওই নালার এক পাশের লোকজন অন্য পাশে আসা-যাওয়া করতো। আর যখন নালা পানিতে ভরে যায় তখন এক পাশের লোকজন অন্য পাশে যেতে পারে না। তবে প্রয়োজন সারতে অনেক দূর ঘুরে এক পাশ থেকে অন্য পাশে যেতে হতো।
দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে এলাকার কাউন্সিলর কিংবা মেয়র এগিয়ে আসেনি। দুর্ভোগ সহ্য করতে না পেরে অবশেষে এলাকার উভয় পাশের বাসিন্দারা নিজেরাই গ্রীলের মোটা অ্যাংগ ও লোহা দিয়ে ওই পঁচা নালার ওপর বেইলী ব্রীজ নির্মাণ কাজ শুরু করে। ওই ব্রীজের কাজ প্রায় শেষের দিকে। তবে ব্রীজের কাজ চলমান অবস্থায় এক পাশের মানুষ অন্যপাশে যাওয়া আসা শুরু করেছে।
নির্মাণাধীন ওই ব্রীজটি ৪ জুলাই পরিদর্শনে যান সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা। তিনি ব্রীজটি পরিদর্শন করেন এবং এলাকার লোকজনের সাথে এর ব্যয় নিয়ে কথা বলেন। শেষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে সেখানে অর্থ দেন। এ সময় তিনি বলেন ছোট ছোট এ ধরনের কাজ সরকারের অনুদানের অপেক্ষায় না থেকে সকলে মিলে নিজেরাই করা ভাল। এতে সরকারকে সহযোগিতা করা হয়ে থাকে। তিনি ভাল কাজে জনগনের পাশে থাকবেন এমন প্রতিশ্রুতি দেন।
পরিদর্শন কালে সাথে ছিলেন সাংবাদিক মোঃ ওবায়দুল ইসলাম, চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারী মোঃ ফরিদ সরকার, ওই এলাকার প্রবীন ব্যক্তি আবদুর রাজ্জাকসহ অনেকে।