খুলনা জেলার দিঘলিয়া উপজেলা সদরের চৌরাস্তার মোড়ের সোহেল টেলিকমের নগদে ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন দিঘলিয়া থানার সুদক্ষ অফিসার এএসআই সাহিদুল ইসলাম ও তার সহযোগীর চেষ্টায়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তারের দিক নির্দেশনায় এএসআই মোঃ সাহিদুল ইসলাম তার সহযোগীকে নিয়ে উপজেলার চৌরাস্তা মোড়ের সোহেল টেলিকমের নগদে ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন। তিনি এ টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন।
ইতিপূর্বে তিনি এরূপ খোয়া যাওয়া নগদ অর্থ ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে দিঘলিয়া থানায় এক জ¦লন্ত রেকর্ড তেরি করেছেন।
দিঘলিয়া উপজেলার সাধারণ লোকজন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তারা এ প্রতিবেদককে জানিয়েছেন, এএসআই মোঃ সাহিদুল ইসলামের মত একজন সৎ, যোগ্য, পরিশ্রমী, নিষ্ঠাবান ও চৌকস অফিসার দিঘলিয়া থানায় পেয়ে দিঘলিয়াবাসী ধন্য ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের কাছে কৃতজ্ঞ।