নীলফামারীর সৈয়দপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশী সম্প্রতি বদলী হয়েছেন রংপুরে। তাই বদলীজনিত কারণে তাঁকে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা। ৩ জুলাই রাতে সৈয়দপুর ট্রাফিক অফিসে ঘরোয়া অনুষ্ঠানে তাঁকে ওই সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত।
সাথে ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো.শাহা আলম, নীলফামারী ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক জ্যোতির্ময় রায়, সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক মাহফুজুল আলম, পরিদর্শক মোঃ জাকির হোসেন,ট্রাফিক সার্জেন্ট সাদেকুর রহমান সুজন ও ঢাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মো.বরকতুল্লাহসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
সার্জেন্ট আশরাফ সৈয়দপুরে দীর্ঘ সাড়ে চার বছরের কর্মজীবনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সদা হাস্যজ¦ল মানুষটি সকলের সাথে ছিলেন আন্তরিক। গত মাসে তিনি বদলী হন রংপুর ট্রাফিক বিভাগে। ৫ জুলাই নতুন কর্মস্থল রংপুরে যোগ দিবেন তিনি।