ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু’র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও মিছিলের পর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি করে সড়কে মিছিল করলেন কালীগঞ্জে তার অনুসারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কোটচাঁদপুর রোডস্থ আওয়ামী লীগের একাংশের দলীয় কার্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। সভার উপস্থিত নেতাকর্মীরা সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চান। নেতা কর্মীরা ব্যানার নিয়ে মহাসড়কে অবস্থান করতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইযুব হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, কাউন্সিলর রাশেদুল হক রিগান শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহমেদ লাভলু সহ অনেকে। পরবর্তীতে দলীয় নেতাকর্মী সাথে নিয়ে একটি মিছিল বের করেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের পর ঝিনাইদহ ৪ আসনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করে। বৃহস্পতিবার এই প্রথম প্রকাশ্যে ব্যানার নিয়ে এমপি আনার হত্যাকান্ডে জেলে থাকা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রকাশ্যে রাজপথের নামলেন কালীগঞ্জের উপজেলা ও জেলা আওয়ামী লীগের পদে থাকা অনেক নেতারা। কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মধ্যে দুটি গ্রুপে বিভক্ত রাজনীতি করে আসছিল। একটি গ্রুপে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং অপর গ্রুপে সাবেক সংসদ সদস্য মরহুম আবদুল মান্নানের অনুসারীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন। সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান গ্রুপের নেতাকর্মীরা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর অনুসারী ছিলেন। সর্বশেষ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের ১০ সদস্য কমিটির প্রায় সকলেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু অনুসারী। এমপি আনার হত্যাকান্ডের পর প্রথম দিকে এইসব নেতা-কর্মীরা সান্তনা দিতে এমপির কন্যা ও পরিবার এবং দলীয় নেতাকর্মীদের নিকট ছুটে গেলেও কয়েকদিন যেতে না যেতেই রাজনৈতিক সহমর্মিতায় ভাঁটা পড়তে দেখা যায়। এমপি হত্যার বিচার চেয়ে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে প্রথম মানববন্ধন করতে দেখা যায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতিকে। পরবর্তীতে সাইদুল করিম মিন্টু গ্রেপ্তার হওয়ার পর তার অনুসারী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জড়িয়ে এমপি হত্যাকান্ডে সম্পৃক্ততার মৌখিক অভিযোগ এনে এমপি আনোয়ারুল আজিম আনার অনুসারীরা নানা আলোচনা সমালোচনা এবং বক্তব্য দিতে থাকেন। ২ জুলাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইযুব হোসেন খান সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় নেতা কর্মীদের নামে প্রচার বন্ধের দাবি জানান। সংবাদ সস্মেলনের দুই দিন পরেই বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মিছিল বের করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
মিছিলটি কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মেইন বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। উল্লেখ্য উপজেলা আওয়ামী লীগের যে ব্যানারটির মাধ্যমে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবি করা হয়েছে ওই ব্যানারে কোন মামলা থেকে মুক্তির দাবী করা হচ্ছে তার কথা উল্লেখ করেননি তারা।