নোয়াখালীর সেনবাগে বাড়ীর পাশের জমির পানিতে ডুবে জান্নাতুল ফেরদাউস (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে পাঁচ টার দিকে উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের উত্তর বালিয়াকান্দী গ্রামের হানু মিয়ার বাড়ীতে ওই ঘটনাটি ঘটেছে। জান্নাতুল ফেরদাউস ওই বাড়ীর দিন মুজুর সোলেমানের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মানিক জানান, নিহতের মাতা হামিদা আক্তার জান্নাতুল ফেরদাউস কে ঘরে রেখে পরিবারিক কাজে ব্যাস্ত। এরি পাকে হটাৎ জান্নাতুল ফেরদৌসের কথা মনে পাড়ার সাথে সাথে তাকে খুঁজতে থাকে। এক পর্যায় নিহতে বাড়ীর পাশের জমিতে পানিতে বাসতে দেখে। সঙ্গে সঙ্গে তাকে উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল।