বরিশালের উজিরপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে একজন ও মটরের লাইন খুলতে গিয়ে বৃহস্পতিবার উপজেলার শোলক ইউনিয়ের কচুয়া গ্রামে ও শিকারপুর ইউনিয়নের জয়শ্রীতে বিদ্যুৎপৃষ্ঠে ভিন্ন ভিন্ন স্থানে ২ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামসুল হকের পুত্র মো. আরিফ (৩০) শশুর বাড়ি উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে বেড়াতে এসে বাড়ির উঠানে টানানো কাপড় শুকানোর জিআই তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে আত্মীয়ী-স্বজনরা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে একইদিন উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের সেকেন্দার হাওলাদার বাড়িতে নলকূপ বসানো শেষে পানির মোটরের লাইন খুলতে গিয়ে বদ্যুৎপৃষ্ঠে মো. টোকেন মেলকার (২৭) এর মৃত্যু হয়। নিহত টোকন মেলকার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কমলাপুর প্রামের আবদুল মালেক মেলকারের পুত্র। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ জানান, নিহতদের পরিবারে কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।