দিনাজপুরের কাহারোল উপজেলার যত্রতত্র বিভিন্ন দোকানে অবাদে চলছে লাইসেন্স বিহীন এলপি গ্যাস সিলিন্ডারের খুচরা ব্যবসা। যে কোন ধরনের বিপদজয় রক্ষার নেই কোন অগ্নিনির্বাপক যন্ত্র। ইঞ্জিনিয়ারিং য়ার্কসপ, মাছের খাবারের দোকান, সার, বিষ, মুদির দোকান, রড সিমেন্টের দোকান এমনকি পানের দোকানেও বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। মাঠ পর্যায়ে এইসব দোকানদারদের ফায়ার সার্ভিসের লাইসেন্স তো দুরের কথা অগ্নিনির্বাপক যন্ত্র তাদের নেই। উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার এবং রাস্তার বিভিন্ন মোড়ে এইসব এলপি গ্যাসের রমারমা ব্যবসা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে আইনগত বাধ্যবাধকতা বিষয়ে ধারণা নেই। সংশ্লিষ্টদের তদারকির অভাবে ঝুকিপূর্ণ ব্যবসা জেনেও সরকার অনুমোদিত লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই ব্যবসা করছে। বিভিন্ন কোম্পানীর ডিলারদের বিক্রয়ের প্ররোচিত হয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা আইন অনুসরন থেকে দূরে থাকছে। এইসব দোকানগুলিতে বিভিন্ন ব্র্যান্ডের ২৫/৩০ পিচ পর্যন্ত গ্যাস সিলিন্ডার দোকানে মজুদ করে ব্যবসা করছে। এই ব্যাপারে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিস ইন্সেপেক্টর মোঃ আতাউর রহমানের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারে ছোট-খাটো দোকানে গ্যাস বিক্রি হলেও মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের বৈধ কোন লাইসেন্স আছে বলে আমার জানা নেই। আমরা ব্যবসায়ীদের লাইসেন্স করার পরামর্শ দিচ্ছি। অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন-২০০৩ এর ৪ ধারা মোতাবেক সরকার ঘোষিত ফায়ার সার্ভিসের কোন জ¦ালানি নিয়ে কেউ ব্যবসা করলে (মজুদ প্রসেসিং প্রক্রিয়াকরণ এ্যাক্টঃ) তাকে ওই বিধান অনুযায়ী ফায়ার লাইসেন্স করতে হবে। অন্যথায় ওই আইনের ১৭ ও ১৮ ধারা মোতাবেক ৩ বছরের কারাদন্ড, অর্থদন্ড ও ওই প্রতিষ্ঠানের বা স্থানের মালামাল সরকার বরাবর বাজেয়াপ্ত করা হবে।