মানব কল্যাণেচিকিৎসা শাস্ত্রের উন্নতি সাধনে মরোনত্তর দেহদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন গৃহিনী নন্দিতা ভদ্র (৪২)। জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের ইঞ্জিনিয়ার সমীর কুমার ভদ্রের সহধর্মীনি নন্দিতা ভদ্র বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ লায়লা আনজুমান বানুর হাতে মরোনত্তর দেহ দান করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে সহযোগী অধ্যাপক ডাঃ সাফিনাজ গাজী, ডাঃ মোস্তফা কামাল, ডাঃ শাকিল সামস, নন্দিতা ভদ্রের স্বামী ইঞ্জিনিয়ার সমীর কুমার ভদ্র উপস্থিত ছিলেন।