নীলফামারীর ডিমলায় বুধবার রাতে উপজেলার সদরের সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কক্ষ হতে উপজেলার সরদারহাট গ্রামের মৃত সমেত উল্লাহর ছেলে তবিবুল ইসলাম হুলু (৪২) কে ৫ পুড়িয়া হিরোইন ৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিমলা থানার সাব ইন্সপেক্টর উৎপল রায়। এ বিষয়ে মাদক আইনে মামলা হয়েছে রুজু করা হয়েছে।
ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায় সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মুক্ত ডিমলা গড়তে থানা পুলিশের বিশেষ ভুমিকায় মাদক ব্যবসায়ি ও সেবনকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় ¬¬¬¬আনতে প্রতিদিন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।