পাবনার সুজানগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) চূড়ান্ত খেলা বুধবার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ওই খেলায় দুলাই ইউনিয়ন ফুটবল একাদশ ও সুজানগর পৌর ফুটবল একদশ অংশ নেয়। শত শত ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে ওইদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলায় পৌর ফুটবল একদশ দুলাই ইউনিয়ন ফুটবল একাদশকে ০১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল ওহাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ মাস্টার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ দেলোয়ার হোসেন। এতে ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক মোতাহার আলী বিশ্বাস।