বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কেক কাঁটার মধ্য দিয়ে মাগুরায় এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে শহরে বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে শেষ হয়। সেখানে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির উসমান রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক।
সময় টিভি প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক।
বক্তারা বলেন- এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্মত অনুষ্ঠান ইতোমধ্যে দর্শকের মনে আস্থার জায়গা তৈরি করেছে।
আলোচনা সভা শেষে এনটিভির ২১ পেরিয়ে ২২শে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,সাংবাদিক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।