দিনাজপুর জেলার ঘোড়াঘাটে ভিডিও পর্নোগ্রাফী ২০১২ নিয়ন্ত্রন আইনে মামলায় ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ৩ রা জুলাই হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ম.নিয়ামত উল্লাহ বিকেলে ঘোড়াঘাট থানায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন, এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ। ঘটনার বিবরনে জানা যায়, বাদী/ভিকটিমের মা থানায় উপস্থিত হইয়া ১ নং আসামি মোঃ মোতাহার মিয়া (৩৬), পিতা-মৃত আবদুল মান্নান, সাং-চৌখ-ি কালিতলা, ২ নং আসামি মোঃ মেজবা মিয়া (২৭), পিতা-মোঃ ওহিদুল ইসলাম, সাং মরিচ পাড়া, উভয়ের থানা ঘোড়াঘাট, জেলাঃ দিনাজপুরদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করিয়া জানান যে, তাহার ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশুনা করে। গত ২৯/০৬/২০২৪ ইং খ্রিঃ আনুমানিক বিকাল ০৩.০০ ঘটিকার সময় বাদীর ছেলে খেলার উদ্দ্যেশে বাড়ীর পাশে স্কুল মাঠে যায়। পরবর্তীতে একই তারিখ বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় ১ নং আসামি মোঃ মোতাহার মিয়া ও ২ নং আসামি মোঃ মেজবা মিয়ার সহায়তায় সুকৌশলে বাদীর ছেলেকে ঘোড়াঘাট থানাধীন ঘোড়াঘাট পৌরসভার অন্তগর্ত ৩ নং ওয়ার্ডের কালিতলা গোল চত্তরের পশ্চিম পার্শ্বে আসাসীর বসতবাড়িতে নিয়ে গিয়ে ওই বাদীর ছেলে ও তার কিশোর বন্ধুকে বিভিন্ন ধরনের লোভলালসা দেখাইয়া সমকামী তথা পর্নোগ্রাফী ভিডিও বানায় এবং ওই আসামীদ্বয় প্রায় সময় পর্নোগ্রাফী ভিডিও তৈরি করতে বাদীর ছেলেকে চাপ প্রয়োগ করে মানসিক নির্যাতন করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে। এতে বাদীর ছেলে ও পরিবারের সম্মানহানী হওয়ায় এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে সমকামী পর্নোগ্রাফী ভিডিও ধারণ ও আসামীদের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ এবং সংরক্ষন করিয়া ওই পর্নোগ্রাফী ভিডিও জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া সহ গন উপদ্রব সৃষ্টি করিয়াছে মর্মে বাদী ঘোড়াঘাট থানায় এজাহার করেন। থানা পুলিশ আলামত জব্দ সহ আসামীদ্বয়কে গ্রেপ্তার করে দিনাজপুর কোর্টে চালান করে। ওই মামলার তদন্ত ভার এস.আই (নিঃ) লিখন কুমার ম-লের উপর অর্পণ করা হয়েছে।