সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনব্যাপি উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে আত্রাই নদীর জোরমল্লিকা, পাটকোল, বিলদহর, আনন্দ নগর এলাকা থেকে জালগুলো জব্দ করে সন্ধ্যায় কোর্ট মাঠ এলাকা পুড়িয়ে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
অভিযানে ১২১ টি চায়না দুয়ারি ও এক হাজার মিটার কারেন্ট জাল এবং বেশ কয়েকটি খোড়া জাল জব্দ এবং জব্দকৃত জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মা মাছ ও পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে কোর্ট মাঠে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, চলনবিলের ডিমে পেট ভরপুর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।