মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ ঘটিকায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সেলিম আহাম্মেদ মোড়লের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহজাহান খান সাজুর সঞ্চালনায় জরুরি প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ জুলাই শুক্রবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করবেন ও পদ্মা সেতু পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উপস্হিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রইস আহাম্মেদ রন্জু, শিক্ষা প্রশিক্ষন ও পাঠাগার বিষয়ক সম্পাদক আবু নাসের লিমন, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা নাসরিন, সহ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য রিয়াদ ঢালী বাবু, চঞ্চল মাহমুদ, মাসুদ রায়হান, তরিকুল ইসলাম বাবু, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদার হাসান মোল্লা, রন্জু মোল্লা, আরিফ খান বাবু, আবু সিনহা রিপন, একেএম ঢালি, টয়েস বেপারী, আওলাদ হোসেন, জামাল হোসেন, মিজু আহাম্মেদ প্রমুখ।