কয়রায় বাংলাদেশের অরক্ষিত উপকূলীয় লোকদের বাসস্থান ও জীবনযাত্রার মানোন্নয়ন এবং জীবিকা সহায়তার লক্ষ্য একটি সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জাগরনী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এর আয়োজনে কয়রা উপজেলা পরিষদের হলরুমে গত রোববার বিকাল ৪ টায় এই ইনসেপশন ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। জাগরনী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যন্স প্রোগ্রাম এর উপপরিচালক মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস। বিশেষ অতিখি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ¦ সদর উদ্দিন আহমেদ ও জাগরনী চক্র ফাউন্ডেশনের সহকারী প্রকল্প সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরনী চক্র ফাউন্ডেশনের জেসিএফ প্রকল্পের উপপরিচালক গাজী সালউদ্দিন। আরও বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়রম্যান এইচ এম শাহাবুদ্দীন, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, আবু হাসান. শিক্ষক মোজাফ্ফার হোসেন, এস এম নুরুল আমিন নাহিন, আঃ রঊফ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।