মেঘনা নদীর জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় তলা ফেঁটে জিপসামবাহী একটি পণ্যবাহী জাহাজ (কার্গো জাহাজ) ডুবে গেছে। তবে কার্গোর মাস্টার, গ্রিজার, লস্করসহ ১০ ক্রুকে উদ্ধার করা গেছে।
বুধবার বেলা আড়াইটার দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি হলো এমভি প্রিন্স অব বৈশাখালী। ডুবে যাওয়া নৌ-যানটির নাবিকের বরাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক জানান, গত ২৮ জুন পায়রা বন্দর থেকে ৯০০ টন জিপসাম নিয়ে ‘এমভি প্রিন্স অব বৈশাখালী’ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ২ জুলাই কার্গোটি মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এসে নোঙর করে। তিনি আরও জানান, বুধবার সকালে অন্যান্য কার্গোর সাথে ওই জাহাজটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কিছু একটার সাথে কার্গোটির সামনের অংশের তলদেশে ধাক্কা লাগে। এতে কার্গোর তলা ফেঁটে ভেতরে পানি ঢুকে ধীরে ধীরে ডুবতে থাকে। এ সময় নাবিকরা দ্রুত সেটিকে পার্শ্ববর্তী চরের উদ্দেশ্যে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই কার্গোটি মেঘনায় ডুবে যায়। অপরদিকে জাহাজে থাকা নাবিকরা ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। সেখান থেকে খবর পেয়ে কার্গোর নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই ওমর ফারুক বলেন, কার্গো জাহাজটির তলদেশে কিসের সাথে ধাক্কা লেগেছে তা বলা যাচ্ছেনা। তবে ওই জায়গায় এর আগে আরেকটি পণ্যবাহী জাহাজ এমভি প্রিমিয়াম-৫ ডুবির ঘটনা ঘটেছিল। সেটির সাথে নাকি ডুবো চরে ধাক্কা লেগেছে তা বলা সম্ভব হচ্ছেনা।
কার্গোর উদ্ধার হওয়া ক্রুরা হলেন-চালক মোঃ রেজাউল করিম, গ্রিজার মোঃ ফয়সাল, লস্কর রাজিব, রিফাত শেখ, রাহাত, ইয়াসিন হাওলাদার, সুকানী কবির, আলমগীর, এনায়েত হোসেন সরদার ও মাস্টার মোঃ নোমান।