জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত খায়রুল ইসলাম (৫৫) হিন্দা কসবা গ্রামের মৃত ফিরোজ উদ্দিনের ছেলে। বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় ক্ষেতলাল-আক্কেলপুর সড়কের ইটাখোলা বাজার সংলগ্ন হাইস্কুল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ‘খায়রুল ইসলাম নিজবাড়ি থেকে বাই-সাইকেলে যোগে ইটাখোলা বাজারে যাচ্ছিলেন। পথে ইটাখোলা উচ্চবিদ্যালয়ের সামনে এসে পৌছলে বিপরীতমুখী একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় খায়রুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।