রাজশাহীর গোদাগাড়ীতে ঝরেপড়া ১৬০৮ জনশিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। ইএসডিও’র আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বই তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পরিচালক জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রায়হানুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিনিধি রবিউল ইসলামসহ অন্যান্য সুধিজন।