গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ৬ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলো। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ সহস্রাধিক মানুষ।
গত ৭ দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এতে করে হরিপুর, কাপাসিয়া, বেলকা, তারাপুর, শ্রীপুর ও কঞ্চিবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন ওইসব ইউনিয়নের প্রায় ২০ সহস্রাধিক মানুষ। পানিবন্দি মানুষগুলো গবাদীপশু, হাঁস-মুরগি নিয়েও বিপাকে পড়েছেন। বিশুদ্ধ পানি ও জ্বলের তীব্র সংকটসহ রান্না করার মত শুকনো উঁচু জায়গা না থাকায় অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছেন। গবাদী পশু পাখিদের ঠাঁই দেয়ার মত উঁচু জায়গা না থাকায় ও গো-চারণ ভূমি পানির নিচে তলিয়ে যাওয়ায় সেগুলোতে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এদিকে আমন বীজতলা ও বাড়ন্ত তোষা পাট ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখিন হতে যাচ্ছেন চাষীরা।
হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, তার ইউনিয়নের প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি ১২ সহস্রাধিক মানুষজন চরম দূভোগে পড়েছেন। এ ছাড়া তাদের বড় সম্পদ গবাদি পশু পাখি নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। তাদের খাদ্য চাহিদা মেটানোর মত ত্রাণ সামগ্রী এখনো পাওয়া যায়নি। জরুরি ভিত্তিতে পানিবন্দি এসকল মানুষের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দের দাবী জানান তিনি। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, তার ইউনিয়নের এক তৃতীয়াংশই পানি নিচে। পানিবন্দি হয়ে পড়েছেন ৬ সহস্রাধিক মানুষ। নৌকা ও ভেলা ব্যবহার ছাড়া তারা ঘর থেকে বেড় হতে পারছেন না। পানিবন্দি মানুষজনের দূভোগ দেখারমত নয়। জরুরি ভাবে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা প্রয়োজন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, এপর্যন্ত দূর্গতদের মাঝে কিছু শুকনো খাবার ও নগদ ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। চেয়ারম্যানদের তথ্যের ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পত্র পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, প্রতিদিন দূর্গত মানুষজনের খোঁজ-খবর রাখছি। আশা করছি যতদ্রুত সম্ভব তাদের মাঝে চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করা সম্ভব হবে। নিশ্চয়তা দিচ্ছি দূর্গত কোন মানুষই না খেয়ে মরবে না ইনশাআল্লাহ।