নগরীর কোল্ড স্টোরেজে ডিম মজুদ করায় ছয় পাইকারকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকেও জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর নিউ হাটখোলা এলাকার এ.আর.খান কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে পৃথক দুইটি আইনে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। জরিমানা দেওয়া ডিমের পাইকারি বিক্রেতারা হলেন-ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মোঃ মুনসুর ও হাবিব মিয়া।
ভোক্তা অধিকারের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করেন। তারা ওই কোল্ড স্টোরেজে প্রায় আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুদ পেয়েছেন। পরে সেখানকার ডিম মজুদকারী পাইকারি বিক্রেতাদের খবর দিয়ে ছয় বিক্রেতাকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া হাঁসের ডিম সাত দিন ও মুরগি ডিম তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে কোল্ড স্টোরেজের লাইসেন্স না থাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।