খুলনার কয়রা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে। একই সাথে বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানাকে বিদায় জানানো হয়েছে।
বুধবার (৩ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদের মিলনায়তনে এই বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও বিদায়ী চেয়ারম্যানকে ও ভাইস চেয়ারম্যানদের কে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও রুলি বিশ্বাস বলেন, বিদায়ী উপজেলা পরিষদ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করেছেন সেটাই প্রশংসার যোগ্য। তিনি আশা করেন, নতুন উপজেলা পরিষদ সকলের সাথে সমন্বয় করে উপজেলার কার্যক্রমকে আরোও গতিশীল করবে। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম মোহসিন রেজা তাঁর বক্তব্যকালে বলেন তাকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় কয়রা উপজেলা বাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি সকলের মতামতের ভিত্তিতে উপজেলার উন্নয়ন কর্মকা- চালাবেন বলে জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিদায়ী উপজেলা চেয়ারম্যানের প্রশংসা ও সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে কোন প্রয়োজনে তাঁরা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলাবাসির পাশে থাকবেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।