সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি সংক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির সময় কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠনের ব্যানারে সবধরনের কর্মসূচি পালন কর্তৃৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে স্থগিত করে নোটিশ জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার সকালে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ওই অফিস আদেশে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন নামে সংগঠনের মধ্যে উদ্ভূত অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শফিউল আলমকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মনিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ও ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।