সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে তাদের রাস্তায় অবরোধ করতে দেখা গেছে।
বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা চার দফা দাবিসহ কোটা বাতিলের দাবি করেন। তাদের দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধরা জানান, আমরা কোটা চাই না। অবিলম্বে এর বাতিল চাই। আশা করি কোটা বাতিল করে আদালত রায় প্রদান করবেন। যদি তা বাতিল না হয়, তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। অপরদিকে দীর্ঘসময় সড়ক অবরোধের ফলে এ রুটে যাতায়াত করা শত শত গাড়ি আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। এতে চরম ভোগান্তিতে পরেছিলো যাত্রীরা।
সড়ক অবরোধের সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী আইন বিভাগের মাইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মিরাজ হোসেন, নাইমুর রহমান, কাইউম হোসেন, ইংরেজি বিভাগের তামিম ও সমাজবিজ্ঞান বিভাগের অপর্না আক্তার।