নীলফামারী ডিমলায় মঙ্গলবার রাতে ডিমলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী’র বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ডিমলা প্রেসক্লাব।
সংবর্ধনা অনুষ্ঠানে ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হেসেন, সহ সভাপতি ময়েন কবীর, কার্যকরী সদস্য সরদার ফজলুল হক। এস ডিমলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃষি কর্মকর্তাকে বিদায়ী সম্মাননা স্বরক প্রদান করা হয়।
উল্লেখ্য, কৃষিবিদ সেকেন্দার আলী এ উপজেলায় (৩০মে ২০১৮) সালে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ৬ বছর উপজেলার কৃষিখাতে ব্যাপক পরিবর্তন এনে উপজেলার সাধারন কৃষকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি পরবর্তি কর্মস্থল নীলফামারী জেলা বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয়ের ফিল্ড অফিসার হিসেবে আগামী (০৪ জুলাই) ২০২৪ইং যোগদান করবেন।