চিরিরবন্দরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্কুলের রাস্তাসহ জনসাধারণের রাস্তার জলাবদ্ধতা ও কর্দমাক্ত নিরসন করেছে শিক্ষক, গার্লস গাইড ও স্কাউট সদস্যরা।
উপজেলার বেলতলী বাজারে নান্দেড়াই কামিল মাদ্রাসা ও গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা ও বেলতলী বালিকা উচ্চবিদ্যালয় ও বেলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমূখে অতি ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার ফলে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপোযোগি হয়ে পড়ে। গত ২ জুলাই বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, কর্মচারী ও গার্লস গাইড ও স্কাউট সদস্যরা মিলে ইটভাটার রাবিশ এনে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।
স্থানীয় আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ বলেন, ওই স্কুলের শিক্ষকগণ ও স্কাউটস এর সদস্যরা প্রায়ই এলাকার বিভিন্ন জনহিতকর কাজ করেন। পরিষদের পক্ষ থেকে সহযোগিতা চাইলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক বলেন, নিঃসন্দেহে খুব ভাল উদ্যোগ। সকল শিক্ষার্থী ও পরবর্তি প্রজন্মদের এ ধরনের জনহিতকর কাজে উৎসাহিত করা ও শেখানো উচিত।