শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালন করলো অস্ট্রেলিয়া বিএনপি। এ উপলক্ষে ২ জুন সিডনির লেকেম্বা লাইব্রেরী মিলনায়তনে অস্ট্রেলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অমি ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হায়দার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
অনুষ্ঠানে সিডনির বিভিন্ন অঞ্চলের কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ইলিয়াস হোসেন।
প্রধান অতিথি ড. আবদুল মঈন খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী ও আদর্শ নিয়ে বিশদভাবে আলোচনা করেন। মুক্তিযুদ্ধে স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার বিশেষ অবদানের কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, শহীদ জিয়াকে অস্বীকার করা মানে, স্বাধীনতাকে অস্বীকার করা। যারা স্বাধীনতার একক ভাবে দাবি করে তারা সেদিন দেশ ছেড়ে পলায়নপর ছিলেন। অথচ মেজর জিয়া 'উই রিভোল্ট' ঘোষণা দিয়ে জাতীকে মুক্তির পথ দেখিয়ে ছিলেন। তিনি বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বর্তমান শাসকগোষ্ঠীর নীতির কড়া সমালোচনা করেন।
বিশেষ অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাত্তর সালের মূল মন্ত্র ছিল গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা, যা আজ ভুলুণ্ঠিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক এ সংকট মোকাবেলা করার আহ্বান জানান।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও রাশেদুল হক তাদের বক্তব্যে, জিয়াউর রহমানের কর্ম ও দেশের প্রতি তাঁর নিষ্ঠার কথা স্মরণ করিয়ে দেন। রিজভী বলেন, শহীদ জিয়া আমাদের শিখিয়ে ছিলেন একটা স্বাধীন দেশ কিভাবে চালাতে হয়।
রাশেদুল হক বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আন্তর্জাতিক ভাবে যা যা করা দরকার অস্ট্রেলিয়া বিএনপি তা-ই করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মোঃ মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপি সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধুরী, ড. শাহাবুদ্দীন আহমেদ, মেলবোর্ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন, অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, যুগ্ম সম্পাদক শফিউল আলম শফিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি, অস্ট্রেলিয়া যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন খান, অস্ট্রেলিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান, ফয়সাল আল মাহমুদ, মাহফুজুর রহমান, তাসমানিয়া, আরেফিন প্রমূখ। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি তাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।